Posts

Showing posts from March 23, 2020

Lockdown in West Bengal,পশ্চিমবঙ্গ লকডাউন

পশ্চিমবঙ্গ সরকার রবিবার জানিয়ে দিয়েছিল, সোমবার বিকেল পাঁচটা থেকে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত লকডাউন হচ্ছে পশ্চিমবঙ্গের ২৩টি জেলা সদরসহ জেলার বিভিন্ন উল্লেখযোগ্য পৌর শহর। গতকাল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এর ফলে আজ বিকেল থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর। বিজ্ঞপ্তিতে এ কথাও বলা হয়েছে, আজ থেকে এই রাজ্যের যানবাহন বন্ধ হয়ে যাবে। চলবে না শহরে বাস, টেক্সি, স্কুটার। বন্ধ থাকবে সব ট্রেন। তবে অত্যাবশ্যক পণ্য বহনকারী গাড়ি চলবে। এই লকডাউনের বাইরে রাখা হয়েছে 👉শাকসবজি ও নিত্যপ্রয়োজনীয়  👉পণ্য বহনকারী যানবাহন 👉 দুধের গাড়ি, 👉 বিদ্যুৎ, গ্যাস,  👉ওষুধের দোকান,  👉হাসপাতাল  👉সংবাদপত্র,  👉সংবাদমাধ্যম,  👉ইন্টারনেট পরিষেবা।  👉আইনশৃঙ্খলা,  👉আদালত ও সংশোধনাগারের পরিষেবা, 👉 স্বাস্থ্য পরিষেবা,  👉পুলিশ, সশস্ত্র বাহিনী ও আধা সামরিক বাহিনী,  👉জল পরিষেবা,  👉দমকল,  👉সিভিল ডিফেন্স,  👉জরুরি পরিষেবা,  👉টেলিকম,  👉আইটি ও ডাক বিভাগ,...