মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ইন্টারনেট বন্ধ থাকবে।
গতবারের মাধ্যমিক পরীক্ষায় চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা গিয়েছিল। প্রতিটি বিভাগের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার অভিনব সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, রাজ্যের বেশ কিছু ব্লককে স্পর্শকাতর চিহ্নিত করা হয়েছে। প্রায় ৪২টি ব্লকে পরীক্ষার সময় ইন্টারনেট বন্ধের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। যার মধ্যে দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণার বেশ কিছু ব্লককে চিহ্নিত করা হয়েছে। বেলা ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত নেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবমিলিয়ে রাজ্যের মোট ৪২টি ব্লকে পরীক্ষা চলাকালীন বন্ধ রাখা হবে Source- internet-services-to-remain-suspended-for-2-hrs-in-select-areas-during-madhyamik